ঢাকা২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের ওপর অভিমানে একসঙ্গে বাবা-মায়ের বিষপান, হাসপাতালে ভর্তি

জনবার্তা প্রতিবেদন
মে ৮, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে ছেলের ওপর অভিমান করে একসঙ্গে বাবা-মায়ের বিষ পান করার ঘটনা ঘটেছে। বর্তমানে দুইজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৮ মে) সকাল সাড়ে ৯টারর দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. স্নিগ্ধা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষপানে গুরুতর অসুস্থ হয়ে বাবা মো. আলম শেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এবং মা মোছা. নাজমা বেগমের অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বাবা আলম শেখ জানান, তাদের সংসারে দুই মেয়ে এক ছেলে। একমাত্র ছেলে মো. সবুজ শেখকে নিজেদের জমিজমা সব লিখে দিয়েছেন। ছেলে মা-বাবাসহ সংসারের সকল দায়িত্ব নিবেন। কিন্তু জমি লিখে নেওয়ার পর ছেলে তা করেননি। ছেলে ও ছেলের বৌ তাদের মাঝে মধ্যে অপমান ও অপদস্থ করতেন। একপর্যায়ে সহ্য করতে না পেরে জীবনের ওপর অতিষ্ঠ হয়ে একসঙ্গে তারা স্বামী-স্ত্রী বিষ পান করেন।

এ বিষয়ে ছেলে মো. সবুজ শেখকে একাধিকার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. স্নিগ্ধা আক্তার জানান, বিষপান করে স্বামী-স্ত্রী ভর্তি হয়েছে। দুই জনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আলম শেখের স্ত্রী নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।