ঢাকা৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে জিলহজ, ১৪৪৫ হিজরি ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৪, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় কাজী ইমরান আহমেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার পরে উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর পাকার মাথা বটতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) কাজী রানা হামলায় পুলিশ কর্মকর্তা আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত কাজী ইমরান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে খুলনায় কর্মরত আছেন। তিনি পাংখারচর গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে। ওইদিন নিজ গ্রামের কাজী পাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান স্থানীয় এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খুলনা থেকে গ্রামের বাড়িতে রওনা করেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাংখারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর জখম হন। দুর্বৃত্তের দল আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।