ঢাকা৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে জিলহজ, ১৪৪৫ হিজরি ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে শূকর চড়াতে এসে তাঁবুতে অবস্থানকালে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) মধ্যরাতে সদর উপজেলার রামনগরচরে এ ঘটনা ঘটে। এ সময় তাঁবুতে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল (৫৫), সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিল্টন রায় ও নন্দ ঢালী। আহত চিত্ত মণ্ডলের বাড়িও একই এলাকায়। তিনি বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই চারজন প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চড়াতে বের হয়েছিলেন। গত তিন দিন আগে শূকর চড়াতে নড়াইল সদর উপজেলার রামনগরচর এলাকায় আসেন। গতকাল রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাত হলে চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন গুরুতর আহত হয়ে পড়েছিলেন। পরে সকালে স্থানীয়রা দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা পুলিশের ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।