ঢাকা৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ১লা মহর্‌রম, ১৪৪৬ হিজরি ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে চালক-হেলপার নিহত

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৫, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত আটজন যাত্রী।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুররিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে বিকেল ৪টা পর্যন্তও পিকআপের চালকের আসনে মারা যাওয়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় চালক ও হেলপারের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ফরিদপুর থেকে ঢাকার দিকে ছেড়ে যায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঘটনাস্থলে পৌঁছে অন্য একটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে ভাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ে বাসটি সড়কের ডানপাশে খাদের কিনারে চলে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পিকআপের হেলপারকে ছিটকে রাস্তায় পরে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, বাসের ধাক্কায় পিকআপের হেলপার রাস্তায় ছিটকে পড়ে এবং চালক তার আসনে চাপা পড়ে নিহত হন। বিকেল ৪টা পর্যন্তও চালককে তার আসন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।

তিনি বলেন, এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পিকআপ ও বাস উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে রাখা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।