ঢাকা৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ-র‌্যাব ও বিজিবি মোতায়েন

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৮, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই তাদেরকে সর্তক অবস্থানে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এটা সরকারের সিদ্ধান্ত।

এদিকে সকাল ১১ দিকে মিছিল নিয়ে আন্দোলনকারীদের ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন হল প্রর্দক্ষিণ করতে দেখা যায়।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, যতোই পরিকল্পনা করা হোক না কেনো আমরা আমার ভাইয়ের রক্তের দাম না নিয়ে রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আর জীবন দিবো।

এদিকে বুধবার বিকাল ৩ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার কথা থাকলেও হল ছাড়েনি কোনো শিক্ষার্থী। তারই ফলশ্রুতিতে সকাল থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হল প্রভোস্টসহ আরো কিছু সংখ্যক শিক্ষক গিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, কেন্দ্রের সাথে সমন্বয় করে আজ সকাল ১০টা দিকে শহরের রূপাতলী থেকে শোডাউন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধের মাধ্যমে বরিশাল শাটডাইন কর্মসূচি সূচনা করার কথা রয়েছে।