ঢাকা১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিকে হত্যা

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৬, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল হাকিম জোমাদ্দার (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। হামলায় আরও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল হাকিম জোমাদ্দার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে। আহতরা হলেন হারুণ জোমাদ্দার (৫০), লতিফ জোমাদ্দার(৫৫), রশিদ জোমাদ্দার (৪২), আলম হাওলাদার (৭০), লিটন হাওলাদার (৪৫), জামিলা বেগম (৫০) ও মেহেদী হাসান (৩৫)।

নিহতের ছোট ভাই মতিয়ার রহমান জোমাদ্দার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে একই গ্রামের প্রতিবেশী শহিদুল হাওলাদারের নেতৃত্বে ১০-১২ জন লোক তার ভাই হাকিম জোমাদ্দারের ওপর হামলা চালায়। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পথে তারা আবারও রাস্তা আটকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।