ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।

বুধবার (১১ সেপ্টেম্বর) নয়াপল্টনে যৌথসভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।

জাহিদ হোসেন জানান, ছাত্র-আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে ১৪ সেপ্টেম্বর (শনিবার) কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা করা হবে।

এছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর (রোববার) রাজধানীতে সমাবেশ করা হবে। সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান কিংবা অন্য কোথাও হতে পারে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।