ঢাকা১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৮, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জাকির মিয়া (৩০) বেঙ্গাউতা গ্রামের সুলমান মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রচণ্ড রৌদ্রে নিজেদের কৃষি জমিতে কাজ করতে যান জাকির মিয়া। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাড়িতে নিয়ে এসে পরিবারের লোকজন মাথায় পানি ঢালে। অবস্থার উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনসুর আহমেদ ভূঁইয়া বলেন, ‘মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জাকিরের বাড়িতে গিয়েছি। সে নিজেদের জমির ধান কাঁটতে গিয়ে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করে মারা গেছে। সে প্রবাসী ছিল। কিছুদিন হয় বাড়িতে এসে সে বিয়ে করেছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে হিট স্ট্রোকে মারা গেছে। এ সময়ে আমাদের সকলেকে আরও সচেতন হওয়া উচিত।’