ঢাকা৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে জিলহজ, ১৪৪৫ হিজরি ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

মাটি খুঁড়ে মিলল ২ কোটি টাকার হেরোইন, আটক ১

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৪, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে বসত বাড়ি থেকে দুই কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ৫। এ সময় মো. কবির (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

বুধবার (৩ জুলাই) ভোরে সদর উপজেলার পদ্মার দুর্গম চর এলাকার মধ্যচর রুবেলপাড়া থেকে হেরোইনসহ ওই যুবককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি একই উপজেলার মো. মনিরুল ইসলামের ছেলে কবির (৩০)। পেশায় তিনি একজন কৃষক ও ট্রাক্টর চালক।

র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবিরের বসতবাড়ির ভেতরে থাকা খড়ের স্তূপের নিচে মাটির ২ ফিট গভীরে পুঁতে রাখা অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় কবির কে গ্রেফতার করে র‍্যাবের অভিযানিক দল।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ট্রাক্টর চালক এবং কৃষিকাজের সঙ্গে জড়িত বলে জানান এবং এই পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব।