ঢাকা৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ, খালে পড়া নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৮, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬ জনকে আটক করেছে। এ ছাড়াও সংঘর্ষের সময় মাদারীপুর শকুনি লেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি মাদারীপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির, লেক থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে কোটা বাতিলের দাবিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় আন্দোলনকারীরা জড়ো হওয়ার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। পরে আন্দোলনকারীরা মাদারীপুর শহরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের প্রথমে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়।

একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরে পুলিশও এতে যোগ দেয়। এ ঘটনায় উভয় পক্ষের অনেকে আহত হন। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হয় আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে পুলিশ ৬ জনকে আটক করেছে। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনী লেকের পানিতে ডুবে এক শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীর তাঁর মরদেহ উদ্ধার করেন। এ সময় লেকপাড়ে বহু মানুষ ভিড় করছে।

আন্দোলনকারী আল-আমিন, সুমন, রিপন হোসেনসহ একাধিক শিক্ষার্থী বলেন, আমরা প্রথমে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। এ সময় প্রথমে ছাত্রলীগের নেতা-কর্মীরা ও পরে পুলিশ আমাদের ওপর হামলা করে এবং গুলি করে। এই ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। শুনেছি এক শিক্ষার্থী লেকের পানিতে পরে নিখোঁজ আছে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের কাজ করছেন।

এ ব্যাপারে জানতে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে উদ্ধার অভিযানের শুরুতে মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, ‘আমাদের কাছে বেশ কিছু ফোন আসে লেকের পানিতে এক শিক্ষার্থী নিখোঁজ আছে। এই খবর পেয়ে আমাদের ৪ জন কর্মী লেকের পানিতে নেমে উদ্ধারের কাজ করছেন। তবে নিখোঁজ শিক্ষার্থীকে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে শিক্ষার্থীর কোনো পরিচয় পাওয়া যায়নি। শুধু জানতে পেরেছি একজন শিক্ষার্থী নিখোঁজ আছে। খোঁজ চলছে, পরে বিস্তারিত বলা যাবে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, পরিস্থিতি মোকাবিলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সূত্র : আজকের পত্রিকা