ঢাকা২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই জিলহজ, ১৪৪৫ হিজরি ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ঈদুল আযহার ৩৯ জামাত ও কোরবানির ৪৭ স্থান নির্ধারণ

জনবার্তা প্রতিবেদন
জুন ১৬, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আযহায় এবার যশোর সদর উপজেলা এলাকায় ৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। এর মধ্যে যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় ঈদুল আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ৪৭ স্থান নির্ধারণ করা হয়েছে।
এছাড়া রেলগেটে জেলা মডেল মসজিদে প্রথম জামাত সকাল ৭ ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়, রেল বাজার জামে মসজিদ ১ম জামাত সকাল ৭ ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, জজকোর্ট জামে মসজিদ ৯টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদ ৮টায়, কারবালা জামে মসজিদ ১ম জামাত ৭টা ১৫ মিনিট ও দ্বিতীয় জামাত ৯টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদে ৭টা ৪০ মিনিট, পিটিআই জামে মসজিদে ৭টা ৩০ মিনিট, কোতোয়ালি জামে মসজিদে ৭টা ৩০ মিনিট, বায়তুল মামুর জামে মসজিদ, আশ্রম রোডে ১ম জামাত ৮টায় ও ২য় জামাত ৯টায়, আল-মসজিদুল আকসা, রেল রোডে ৮টায়, বায়তুস সালাম (মাইকপট্টি) জামে মসজিদে ৭টা ৩০ মিনিট, বারান্দিপাড়া ২ নম্বর কলোনি জামে মসজিদে ৮টায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে ৭ ও ৯টায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে ৮টা ৩০ মিনিট, সদর হাসপাতাল জামে মসজিদে ৮টায়, দড়াটানা মাদ্রাসা জামে মসজিদে ৮টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ৭টা ৩০ মিনিট, উপ-শহর কেন্দ্রীয় ঈদগাহে ৭টা ৩০ মিনিট, পুলিশ লাইন জামে মসজিদে ১ম জামাত ৮টায় ও দ্বিতীয় জামাত ৯ টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে ৭টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহে ৭টা ৩০ মিনিট, মারকাজ মসজিদে ৮টায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহে ৮টা ৩০ মিনিট, ছিলুমপুর বাইতুন নুর জামে মসজিদ ও ঈদগাহে ৭টা ৩০ মিনিট, বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহে ৭টা ১৫ মিনিট, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিট, আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে ৭টা ৩০ মিনিট, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলঘ্ন ঈদগাহে ৭টা ৩০ মিনিট, আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহে ৭টা ৩০ মিনিট, চুড়ামনকাটি, ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, বিজয়নগর ঈদগাহে ৮টায়, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসায় ৮টায়, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, শংকরপুর গোলপাতা জামে মসজিদে ৭টা ৩০ মিনিট ও নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহে ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ৪৭ স্থান নির্ধারণ করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ এ ধরনের একটি তালিকা সরবরাহ করেছে। নির্ধারিত স্থানেই পশু কোরবানির জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন পৌরসভার মেয়র হায়দার গণী খান পলাশ।
পশু কোরবানির জন্য যেসব স্থান নির্ধারণ করা হয়েছে সেসব স্থান হচ্ছে মোল­াপাড়া বাঁশতলার মোড়, মোল­াপাড়া আমতলার মোড় (টাওয়ারের পাশে), নীলগঞ্জ সাহাপাড়ার লুৎফরের বাড়ির সামনে, সিটি কলেজপাড়া ব্যাটারিপট্টি, ঢাকা রোড মসজিদের সামনে, চুড়িপট্টি মাছ বাজারের পাশে, লোন অফিসপাড়া টুটুলের বাড়ির সামনে, আর এন রোড মসজিদের সামনে, পন্ডিত পুকুরপাড় মসজিদের সামনে, কাঁসারিপাট্ট ভূমি অফিসের পাশে, নওয়াপাড়া রোড নিকুঞ্জের মোড় নদীর পাড়, ঘোপ সেন্ট্রাল রোড ফুড গোডাউনের দক্ষিণ পাশে, জেল রোড বিএড কলেজের পাশে, গাজীর ঘাট স্কুল মাঠ, নতুন খয়েরতলা গোরস্থান রোড (বাশার মার্কেটের পাশের ছোট মাঠ), পুলিশ লাইন মাদ্রাসা, পুরাতন কসবা বিবি রোড, শিশু একাডেমি জুয়েলদের বাড়ির সামনে, কাঁঠালতলার মোড় (ঈদগাহ সংলগ্ন), কাজীপাড়া গোলামপট্টি আমতলার মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার, ম্যাজিস্ট্রেট কোয়ার্টার, স্টেডিয়ামপাড়া মিতালী ক্লাবের সামনে, ওয়াপদা অফিস মোড়, খড়কি কবরস্থান মসজিদের সামনে, খড়কি পীরবাড়ি এতিমখানার মাঠ, পোস্ট অফিসপাড়ার মোড়, চাঁচড়া রায়পাড়া মাদ্রাসার সম্মুখে, চাঁচড়া রায়পাড়া সার গোডাউনের মোড়, মাইকপট্টি তিন রাস্তার মোড়, ষষ্টিতলা পি টি আই স্কুলের সম্মুখে, ইসমাইল কলোনির মোড়, চাঁচড়া পীর বাড়ির মোড়, শংকরপুর ছোটনের মোড়, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চোপদারপাড়া, বেজপাড়া কবরস্থানের পাশে, আশ্রম রোড আলম মিয়ার বাড়ির পাশে, টিবি ক্লিনিকপাড়া খলিল সাহেবের বাড়ির সামনে, বেজপাড়া বি কে রোড বাইলেন চান্দুদের বাড়ির সামনে, জোড়া কুঠি চাকলাদার গলি, বেজপাড়া মেইন রোড হতে সাবেক কমিশনার রিয়াজ উদ্দিনের বাড়ির সামনে, গুল গোল­ার মোড় দিপুর বাড়ির সামনের মাঠ, আজিমাবাদ কলোনি মসজিদের সামনে, সারথী স্কুলের পাশের মাঠ, নাজির শংকরপুর স্কুলের পাশে, হুঁশতলা প্লটের মাঠ, নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড় ও মুড়লি টিবি হাসপাতালের সামনের মাঠ।
পৌর কর্তৃপক্ষ এসব স্থানেই শহরবাসীকে তাদের পশু কোরবানি করার জন্য অনুরোধ জানিয়েছে।