ঢাকা২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই জিলহজ, ১৪৪৫ হিজরি ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

জনবার্তা প্রতিবেদন
জুন ১৫, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক দু’টি ঘটনায় বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন – রিনা বেগম (৩৬), বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৪০) ও ওবায়দুল (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আটারকছড়া ইউনিয়নে একজন ও কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত বোট চলমান অবস্থায় তিনজন বজ্রপাতে নিহত হন। এ ঘটনায় বোটের এক যাত্রী পানিতে ডুবে নিখোঁজ আছেন। তারা উপজেলার ভাসান্যদম ইউনিয়ন থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ আগে বজ্রপাতে মারা গেছেন।

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ জানান, আমরা এখনও পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।