ঢাকা৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান গণতন্ত্র মঞ্চের

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৬, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণসহ তাদের পাশে দাঁড়াতে সর্বস্তরের মানুষদের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশসহ সারাবিশ্বে সরিয়ে দেয়ার জন্যও আহ্বান জানায় মঞ্চ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকারি মদদে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ মিছিলপূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করেন গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীরা।

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এই হুমকি ও ভয় দেখিয়ে, নির্যাতন এবং জুলুমের ভয় দেখিয়ে ও হামলা করে যদি মনে করেন আমাদের আন্দোলন বন্ধ করতে পারবেন না, সেটা পারবেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, সোমবার থেকে যে তাণ্ডব, নৃশংসতা শুরু হয়েছে- তার হুকুমদাতা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘যারা স্বঘোষিত রাজাকার তাদের শায়েস্তা করবার জন্য ছাত্রলীগি যথেষ্ট’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন মান্না। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব, আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ। লাইনে থাকেন। যত অন্যায় করেছেন, সমন্ত কিছুর জবাব দিতে হবে।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, যারা সোমবার রাতভর তাণ্ডব চালিয়েছে তারা কি ছাত্র? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে, ওরা বহিরাগত। তাদের হাতে কিরিস, রামদা এবং তাদের কারো কারো হাতে পিস্তল ছিলো! লাখো ছাত্ররা ন্যায় সঙ্গত, মেধা ও ন্যায্যতার দাবিতে দাঁড়িয়েছে। তাদেরকে কোন কিছুতেই ভয় দেখেয়ে এই আন্দোলন আটকাতে পারবেন না।

আর সোমবার রাতে ঢাকাতে যে কাণ্ড দেখেছেন, সেটা পাকিস্তানের বর্বর হামলাতেও দেখিনি। হাসপাতালের ভিতরে জরুরি বিভাগে ঢুকে ঢুকে ওই আহত ছাত্রদেরকে পিটিয়েছে! মনে করেছে পিটালেই মনে হয় ঠান্ডা হয়ে যাবে। আজ দেখেন, ঢাকার আওয়ামী লীগের চিহ্ন নাই। যে কর্মসূচি (ছাত্রলীগ) দিয়েছিলো তা করতে পারে নাই।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রীর লেলিয়ে দেয়া গুন্ডা ও হেলমেট বাহিনী পুলিশের পাহারায় আইন হাতে তুলে নিয়ে ছাত্রদের ওপরে হামলা করে। ওবায়দুল কাদের বলেছেন, ক্যাম্পাসে কেউ ঔদ্ধত্য দেখালে ছাত্রলীগ সহ্য করবে না। সুতরাং এর প্রত্যেকটি হামলা ও খুনের দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে। সরকার পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের আন্দোলন নস্যাৎ ও ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধ ও রাজজাকারের খেলা খেলছে বলেও অভিযোগ করেন সাকি।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।