ঢাকা২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর কাছে হার মানলেন সংবাদ উপস্থাপক ডা. নাতাশা

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ উপস্থাপক এবং চিকিৎসক এন কে নাতাশা মারা গেছেন। ডা. এন কে নাতাশা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসক নাতাশার মৃত্যুর বিষয়ে আইইডিসিআরের উপদেষ্টা চিকিৎসক মুশতাক হোসেন নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যান্সার ধরা পড়ে। এরপর দেশে ও বিদেশে চিকিৎসা নেন। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যান্সারের সার্জারি করা হয়।

তিনি আরও বলেন, গত বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে আবার সংবাদ উপস্থাপনা শুরু করেন। কিন্তু গত ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন এন কে নাতাশা। সর্বশেষ তিনি মাছরাঙা টেলিভিশনে কর্মরত ছিলেন।