ঢাকা২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই : আইজিপি

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সব শঙ্কা মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় আইজিপি আশা প্রকাশ করেন, বিএনপি তাদের দলীয় কার্যালয় থেকে সরে এসে সমাবেশ করবে।

বিশেষ অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপির অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, ‘পুলিশ নিয়মের ভেতরে থেকেই গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। তবুও তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে।’

জঙ্গিদের ছিনিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে ঢাকায়। সমাবেশের মধ্যে জঙ্গিরা কোনোকিছু ঘটিয়ে ফেলার আশঙ্কা আছে কি না— এমন প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নাশকতার সুনির্দিষ্ট কোনো খবর আমরা এখনও পাইনি। তবে আমরা নাশকতাসহ সবকিছু বিষয় বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব।

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার কথা বলছে। যদি তারা সেখানেই সমাবেশ করে এক্ষেত্রে পুলিশ কী ব্যবস্থা নেবে? এমন প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তারা (বিএনপি) সমাবেশ করবে। এখনও সময় আছে, অপেক্ষা করি।’

বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বারবার বলা হচ্ছে, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশ দায়িত্ব পালন করে থাকে আইনের ভিত্তিতে ও কাঠামোতে। কীভাবে দায়িত্ব পালন করতে হবে সেক্ষেত্রে আমরা ট্রেনিং নিয়ে থাকি। আইনের আলোকে প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করে পুলিশ।’

বিএনপির সমাবেশ ঠেকাতে সম্প্রতি পুলিশের আভিযানিক কার্যক্রম সারা দেশে বৃদ্ধি করা হয়েছে- এ অভিযোগের ব্যাপারে আইজিপি আরও বলেন, বিএনপি যে অভিযোগ দিয়েছে, তা খতিয়ে দেখছি।

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি এখনো তদন্ত দিয়েছে কি না এবং এ বিষয়ে অগ্রগতি কী জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে আমরা জানাব।