ঢাকা৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

জনবার্তা প্রতিবেদন
মে ১১, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম মোহাম্মদ আলম। তিনি হ্নীলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

ওসি জানান, সকালে উপজেলার মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশি বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে পাঁচ থেকে ছয় জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে মোহাম্মদ আলমকে তুলে নিয়ে স্থানীয় এক স্কুলের পাশে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্বৃত্তরা গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা পুলিশ নিশ্চিত নয়। তবে পুলিশের ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।

ওসি আরও জানান, নিহতের দেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।