ঢাকা৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

রাজারবাগে দুর্বৃত্তের কিল-ঘুষিতে আইনজীবীর সহকারীর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৩০, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তদের কিল ঘুষিতে মো. খালেদ শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকা সুপ্রিমকোর্টের এক আইনজীবীর অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বড় ভাই শাকিল শেখ বলেন, আমার ছোট ভাই খালেদ হাইকোর্টে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করত। রাত পৌনে এগারোটার দিকে রাজারবাগ পুলিশ লাইনের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় তার বন্ধুর ছোট ভাইকে কয়েকজন যুবক চোর সন্দেহে মারধর করছে। এরপর ওই যুবকদের সঙ্গে কথা হলে একপর্যায় বাগবিতণ্ডায় জড়িয়ে যায়। তারপর ওই যুবকরা খালেদকে কিল ঘুষি মারতে থাকলে সে অচেতন হয়ে পড়ে। পরে ওই যুবকরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বর্তমানে খালেদ রামপুরা এলাকায় ভাড়া থাকত। আমাদের বাড়ি ফরিদপুরের মধুখালী থানার জাফরাকান্দি গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।