ঢাকা১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর মেডিকেলে ৫৪ দিনে তিন বার অগ্নিকাণ্ড

জনবার্তা প্রতিবেদন
মে ১৬, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ড হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে ৩ বার অগ্নিকাণ্ড হলো হাসপাতালটিতে। এদিকে এর কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের নয়তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় স্টোররুমে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে মুমূর্ষু রোগীসহ হুড়োহুড়ি করে নিচে নামেন স্বজনরা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলার স্টোররুমে দাও দাও করে আগুন জ্বলছে। ভেতরে ঢোকার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে। প্রচুর ধোঁয়া ছিল। আমরা তালা ও কাচের দেয়াল ভেঙে সেখানে প্রবেশ করি। পরে ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। যার কারণে হাসপাতালটি অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’

হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড হয়। তা দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোর রুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে যান ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোরশেদ আলম।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালে ৩ বার আগুন লেগেছে। বিষয়টি নিয়ে আমরা খুবই আতঙ্কিত ও শঙ্কিত। এটি এক হাজার বেডের হাসপাতাল। এসব জায়গায় আগুন লাগলে বিপুল প্রাণহানির শঙ্কা থাকে।’

তিনি আরও বলেন, ‘কেন বারবার আগুন লাগছে তার কারণ অনুসন্ধানে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এর আগে, গত ২৩ মার্চ হাসপাতালটির মর্গে আগুন লাগে। এ ঘটনাকে রহস্যজনক হিসেবে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ৩১ মার্চ দুপুরে হাসপাতাল ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ড হয়।