দশ ডিসেম্বর ঢাকার অন্য কোথাও নয়, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই গণ-সমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে দেশের অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য।
সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপির কর্মসূচিতে মানুষের সমর্থন দেখে আওয়ামী লীগ নেতারা দশ ডিসেম্বরের সমাবেশ বানচালের জন্য যড়যন্ত্র করছে।
তিনি বলেন ঢাকার অন্য কোথাও নয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সেদিন গণ- সমাবেশ করবে বিএনপি। বাধা না দিয়ে পল্টনের সমাবেশ আয়োজনের জন্য ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।