ঢাকার গণসমাবেশসহ সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির বিশেষ প্রতিনিধিদল। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে বিশেষ প্রতিনিধিদলটি।
শায়রুল কবির আরও জানান, প্রতিনিধিদলে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।