ঢাকা২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

আবারো চোটে বুমরাহ, অনিশ্চিত বিশ্বকাপ

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৩১, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

জসপ্রীত বুমরাহর জাতীয় দলে ফেরা নিয়ে বিভিন্ন সময় একাধিক তত্ত্ব সামনে এসেছিল। দীর্ঘদিন ধরে চোট পেয়ে তিনি মাঠের বাইরে। মাঝে তাঁরে ফেরানোর চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। তবে কিছুদিন আগে তাঁর জাতীয় দলে ফেরার চূড়ান্ত খবর সামনে আসে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানান আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলে ফিরবেন জসপ্রীত বুমরাহ। তবে এ খবর প্রকাশের পর আবারো দুঃসংবাদ ডানহাতি পেসারের জন্য।

কদিন ভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন, ‘জসপ্রীত বুমরাহ পুরো সুস্থ এবং উনি সম্ভবত পরের আয়ারল্যান্ড সিরিজে খেলবেন।’ গত বছর সেপ্টেম্বর মাস থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন বুমরাহ। তিনি এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারেননি।

এসবের মাঝে নেট অনুশীলনে ফের চোট পেলেন জসপ্রীত বুমরাহ। রবিবার বেঙ্গালুরুতে অনুশীলন ম্যাচের পর নেটে বল করছিলেন ভারতের তারকা পেসার। সেইসময় ফের চোট লাগে। প্রাথমিকভাবে অনুমান, বুমরাহের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বুমরাহ নতুন করে চোট পাওয়ায় উদ্বেগ বেড়েছে। চোট যদি গুরুতর হয়, তাহলে ভারতীয় তারকা পেসারের পক্ষে বিশ্বকাপ খেলা অসম্ভব হয়ে উঠবে।

বিশ্বকাপ শুরু হবে আগামী অক্টোবরে। দু’মাসের মধ্যে চোট সারিয়ে ম্যাচ ফিট হয়ে বুমরাহ আদৌও বিশ্বকাপে নামতে পারবেন কিনা, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে কিছু জানানো হয়নি।

ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে ভারতের বুমরাহসহ আরো একাধিক ক্রিকেটার ইনজুরিতে রয়েছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে স্বাগতিকদের এমন চোটের বিষয় চিন্তার ভাঁজ বাড়িয়েছে ভক্তদের।