ঢাকা২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

লেভান্ডভস্কিকে কেনার ‘ভালো সুযোগ’ দেখছে বার্সা

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৩, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বায়ার্ন মিউনিখের সঙ্গে ৮ বছরের সম্পর্ক চুকিয়ে বার্সেলোনায় যোগ দিচ্ছেন রবার্ট লেভান্ডভস্কি, এমন গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। এবার এ বিষয়ে মুখ খুললেন খোদ বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। জানালেন, পোলিশ এই তারকাকে দলে টানার ভালো সুযোগই দেখছেন তিনি। 

বায়ার্নের সঙ্গে চলমান চুক্তিটা শেষ আগামী বছরের মাঝামাঝিতে। গোল ডটকম জানাচ্ছে, চলতি মৌসুম শেষের আগে তার সঙ্গে চুক্তি নবায়নের আলাপে আবারও বসবে ক্লাবটি, তবে সেটা ঠিকঠাক না এগোলে তিনি পাড়ি জমাতে পারেন বার্সায়।

এদিকে বার্সেলোনাও হন্যে হয়ে দলবদলের বাজারে ঘুরছে একটা স্ট্রাইকারের আশায়। আর্লিং হালান্ডকে নিয়ে বেশ কিছুদিন গুঞ্জন চললেও তাকে দলে ভেড়ানোর ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার এজেন্ট মিনো রাইয়োলা ও তার বাবা আল ইং হালান্ডের বাড়তি অর্থের দাবি, সঙ্গে প্রতি মৌসুমে ৩০০ কোটি টাকা বেতন দেওয়ার মতো অবস্থানেও আপাতত নেই ক্লাবটি।

এ অবস্থায় বার্সা অন্য বিকল্প খুঁজছে। লেভান্ডভস্কিকে পেয়ে গেলে অন্তত সাময়িক সমাধান মিলবে দলটির। তুলনামূলক কম দাম আর বেতনে আপাতত তাকে দলে ভেড়ানোরই ভালো সম্ভাবনা দেখছেন লাপোর্তা। সম্প্রতি বার্সেলোনার রাস্তায় এক ভক্ত তাকে থামিয়ে লেভান্ডভস্কির বিষয়ে জানতে চান, ‘হোয়ান, লেভান্ডভস্কি আসছেন নাকি আসছেন না?’ বার্সা সভাপতি জবাব দেন, ‘এই খেলোয়াড়টা আসার সম্ভাবনাটা বেশি, হ্যাঁ।’

শেষ তিন মৌসুম ধরে লেভান্ডভস্কি আছেন আগুনে ফর্মে। বায়ার্ন তাই তাকে ছেড়ে দিতে চায় না মোটেও। বায়ার্নের প্রধান কার্যনির্বাহী অলিভার কান বিষয়টি জানিয়েছেন সম্প্রতি। তবে বায়ার্নের হয়ে লেভা জিতেছেন সাতটি বুন্ডেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ; ভেঙেছেন একগাদা রেকর্ডও, তার জন্য বায়ার্নের হয়ে যে পোলিশ তারকার আর কিছু জেতার নেই, সেটাও মাথায় রাখছে ক্লাবটি।

কান চলতি মাসের শুরুতে জানিয়েছেন, ‘এই মূহুর্তে আমি বলতে পারি, রবার্টের আগামী মৌসুম পর্যন্ত আমাদের সঙ্গে চুক্তি আছে। তার সঙ্গে আমাদের যোগাযোগ চলছে, তাকে আমরা বায়ার্নে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে চাই।’

তবে কাজটা যে বিভিন্ন কারণে সহজ নয়, তাও জানেন বায়ার্ন প্রধান। তিনি বলেন, ‘কেউ কেউ মনে করে চুক্তির আলোচনাটা বুঝি অনলাইন ম্যানেজার গেমের মতো। ক্লিক করলেই চুক্তি নবায়ন হয়ে যাবে। কিন্তু বাস্তবে আপনাকে আরও অন্যান্য পরিস্থিতির দিকেও তাকাতে হবে আপনাকে।’

কী সেই ‘অন্যান্য পরিস্থিতি’? কান জানালেন, ‘লেভান্ডভস্কি এখনো মৌসুমে ৩০-৪০ গোল করতে পারে। তবে অবশ্যই একটা সময় খেলোয়াড়ের মনে হতে পারে আমি এখাজে সব জিতে গেছি, তখনই তাকে ধরে রাখাটা কঠিন হয়ে যায়।’