ঋণখেলাপিদের আরও ছাড় দিয়ে খেলাপিমুক্ত থাকার সুযোগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এই ‘অবৈধ ছাড়’ বন্ধের দাবি জানিয়ে নেতারা বলেছেন, ব্যক্তি-গোষ্ঠী স্বার্থে এ ধরনের সুযোগ দান সাংবিধানিক ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি’র প্রেসিডিয়ামের সভায় এই দাবি জানানো হয়।
এ সময় ঋণখেলাপি ও টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ, টাকা উদ্ধার ও যাদের পরামর্শে-অনুমোদনে ঋণ দেওয়া হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।
সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপক এএন রাশেদা প্রমুখ।
সভায় চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। এ লক্ষ্যে বাম গণতান্ত্রিক জোটের ১০ দফা বাস্তবায়নে যার যার অবস্থান থেকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।