ঢাকা১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

একটা জিনিসও ক্রয়ক্ষমতার মধ্যে নেই: মান্না

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, চালের দাম ৭০ টাকা হলেও কেউ এখন প্রতিবাদ করতে সাহস পায় না। বর্তমান সরকার ১০ টাকার চাল খাওয়াবে বলে ক্ষমতায় এসেছিল। এখন একটা জিনিসও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেই।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম নেতা প্রীতম দাশের কারামুক্তিতে সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সংহতি সমাবেশ আয়োজনের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার শিকার হন প্রীতম দাশ। দীর্ঘ ৫ মাস জেল খেটে কারামুক্ত হয়েছেন তিনি। এ উপলক্ষে এ সভায় আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

মান্না বলেন, সরকারের লোকেরা আবার রসিকতা করে বলে, দাম কিছুটা বেড়েছে, ঠিক করে ফেলব। তারা এক চোখে লবণ বেচে, আরেক চোখে আদা বেচে। দুই চোখ দিয়ে ঘৃণার বিদ্বেষ ছড়ায়। তারা চায় না, জনগণ ঐক্যবদ্ধ হোক।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন শুধু বঙ্গভবন, মন্ত্রীপাড়ায় বসবাসকারীদেরই নিরাপত্তা দেয়। আমরা এ আইন বাতিলের দাবি জানিয়ে আসছি। চিরদিন কেউ ক্ষমতায় থাকেন না। তাঁদেরও যেতে হবে। যেদিন যাবেন, সঙ্গে করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যেতে পারবেন না। যাঁরা ক্ষমতায় যাবেন, তাঁদের কাছে এ আইন থাকবে। সেদিন বুঝবেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিরাপত্তা দেয় কিনা।কারামুক্ত প্রীতম দাশ বলেন, জেল-জুলুম-হুলিয়া দিয়ে জনমানুষের অধিকার আদায়ের লড়াই বন্ধ করা যাবে না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব।

সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, দেশে রাষ্ট্র সংস্কারের রাজনীতি ছাড়া অন্যসব রাজনৈতিক আলাপ ফিকে হয়ে গেছে। মানুষের মুক্তির জন্য রাষ্ট্র ব্যবস্থার সংস্কার জরুরি।

সভায় আরও বক্তব্য দেন লেখক রাখাল রাহা, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনিরুদ্দিন পাপ্পু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, অর্থবিষয়ক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, দপ্তর সমন্বয়ক নাঈমুল ইসলাম নয়ন, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সমন্বয়ক শাহ আলম ও অ্যাক্টিভিস্ট মারজিয়া প্রভা।