ঢাকা২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

গুলিতে ছাত্রদল নেতা নিহত: পল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি

জনবার্তা প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়ম মিয়া ‘হত্যাকাণ্ডের প্রতিবাদে’ রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছেন। এ সময় তাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড দেখা গেছে। নয়ন হত্যার বিচারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।

প্রসঙ্গত, ছাত্রদল নেতা নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। গত ১৯ নভেম্বর গণসমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলিবর্ষণ করে। এতে নয়নসহ ৭ জন বিএনপি কর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশের গুলি নয়নের দেহে লাগলে পাশে থাকা লোকজন তাকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।