ঢাকা২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

গ্রেফতার করে গণস্রোত আটকানো যাবে না : আফরোজা আব্বাস

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

গণগ্রেফতার করে বিএনপির জনস্রোত আটকানো যাবে বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহিলা দলের সভাপতি ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

শুক্রবার রাত সোয়া ৮টায় গোলাপবাগ মাঠে এলে তিনি গণমাধ্যমকে এই কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সবাই নেতা আবার সবাই কর্মী। তাদের ওপরে হামলা-মামলা দিয়ে বিন্দুমাত্র মনোবল ভাঙতে পারবে না সরকার।

আফরোজা আব্বাস বলেন, সরকার মনে করেছিল মির্জা আব্বাস ও মহাসচিব ফখরুলসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার করে মনবল ভেঙ্গে দিবেন। কিন্তু আপনারা দেখতে পারছেন সমাবেশের আগে দিনেই মহাসমাবেশে রূপ নিয়েছে। সরকারের কোনো চক্রান্ত সফল হবে না।

তিনি বলেন, কাল আপনারা দেখতে পারবেন। এ সমাবেশ শুধু সফলই হবে না, সরকারের ভীত নড়ে দিবে। বাধা পেরিয়ে নেতাকর্মীদের জনস্রোত নামায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

সমাবেশস্থলে উপস্থিত আছে বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতারা।

১০ ডিসেম্বর সমাবেশ করার জন্য বিএনপি শুরু থেকেই নয়াপল্টনের সড়ক ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। আর সরকার শুরু থেকেই বলে আসছিল নয়াপল্টনে সমাবেশ করতে দেয়া হবে না। বিএনপিকে সমাবেশ করতে হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। তবে সোহরাওয়ার্দীর বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। তারা আরামবাগ ও সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের মাঠের প্রস্তাব দিলেও পুলিশ তাতে রাজি হয়নি। দফায় দফায় আলোচনা শেষে সবশেষে রাজধানীর গোলাপবাগে সমাবেশ করার অনুমতি পায় বিএনপি।