ঢাকা২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

চা খাওয়ানোর কথা বললেও এখন গায়েবি মামলা দিচ্ছে সরকার: জাফরুল্লাহ

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আলেমদেরকে আপনারা দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রেখেছেন। তাদের অপরাধ কী? অপরাধ, নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এটা কোনো অপরাধ হতে পারে, যার কারণে দুই বছর আপনি আটকে রাখবেন?’

বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা–কর্মীদের ভাসানী অনুসারী পরিষদে যোগদান অনুষ্ঠানে সংগঠনটির নেতারা। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে

বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা–কর্মীদের ভাসানী অনুসারী পরিষদে যোগদান অনুষ্ঠানে সংগঠনটির নেতারা। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে

সম্প্রতি হেফাজত নেতাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়েও কথা বলেছেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘হেফাজতকে ডেকে চা খাওয়াচ্ছেন।‌ বিষয়টা কি ঘুষ দিয়ে রাজনীতি করতে চান?’ ঘুষ দিয়ে রাজনীতি বন্ধ করার আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা মনে করবেন না, আপনি ছাড়া দেশ চলবে না। এটা হতে পারে না।’

বক্তব্যে বিএনপিকে নিয়েও কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। তাঁর মতে, পরিষ্কারভাবে বিএনপির ঘোষণা দেওয়া উচিত যে মিছিল–মিটিংয়ের জন্য কারও অনুমতি লাগবে না।

বিএনপিকে পরামর্শ দিয়ে জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ২৭ দফা বাস্তবায়ন করতে হলে অন্য দলগুলো সঙ্গে নিয়ে এখনই ঘোষণা করতে হবে যে তারা দু–চারজন করে সংসদ সদস্য পাবে।‌ কারণ, শত ফুল ফুটলেই জাতি বিকশিত হয়। কেউ খাবে কেউ খাবে না, সেটা হতে পারে না।

প্যারোলে মুক্তির পর মায়ের জানাজায় অংশ নেওয়া বিএনপির এক নেতার হাতকড়া খুলে না দেওয়ার ঘটনার কঠোর সমালোচনা করেন জাফরুল্লাহ চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের এখন কী অবস্থা! একজন লোককে প্যারোলে দেওয়ার পরও তাঁর হাতকড়া না খোলা ব্রিটিশ আইনেও ছিল না।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ১৮ জন নেতা ভাসানী অনুসারী পরিষদে যোগ দিয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।