ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার (৬ জানুয়ারি) বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্যের মধ্য দিয়ে নেতাকর্মীদের দিচ্ছিলেন নির্দেশনা। এমনই এক মুহূর্তে বিকেল চারটা ১০ মিনিটে ভেঙে পড়ে মঞ্চ। এ সময় তিনিসহ ছাত্রলীগের প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মাটিতে পড়ে যান। তবে, সেতুমন্ত্রী সুস্থ আছেন বলে জানা গেছে।