ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ৭ দিনের রিমান্ডে

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানার একটি মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার।

জামায়াত আমীরের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ অর্ধশতাধিক আইনজীবী। আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

এ ঘটনায় রাজধানীসহ দেশব্যাপি বিক্ষোভ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।