ঢাকা১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে শিশু অপহরণের পর হত্যায় চারজনের যাবজ্জীবন

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৩, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সদরে পাঁচ বছরের শিশুকে অপহরণের পর হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (২৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন ৪২ বছর বয়সী জাফর মন্ডল, ৪০ বছর বয়সী শিপন, ৪০ বছর বয়সী মিন্টু মুন্সী ও ৪০ বছর বয়সী নুপুর।

মামলার বাদীপক্ষের আইনজীবী ইশারত হোসেন খোকন জানান, ২০১৫ সালের ৭ জুলাই সদর উপজেলার অচিন্ত্যনগর গ্রামের রমজান আলীর মেয়ে মনিরা খাতুনকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করে। পরে ১১ জুলাই সদর থানায় অজ্ঞাতদের আসামি করে অপহরণের মামলা করেন রমজান আলী। মামলার পরের দিন রমজানের বাড়ির পাশের পাটক্ষেত থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

আইনজীবী আরও জানান, পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় অভিযুক্ত জাফর, শিপন, মিন্টু ও নুপুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করে।

আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারদণ্ড দেয়া হয়। মামলার অন্য আসামিদের খালাস দেয়া হয়েছে।