সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এর আলোকে নাটোরেও বিশ্ববিদ্যালয় হবে। এ–সংক্রান্ত আইন প্রণয়নের কাজ চলছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারও ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
সভায় অন্যদের মধ্যে নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য নিজাম উদ্দিন আহম্মেদ বক্তব্য দেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী সদর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।