কাতার বিশ্বকাপের নকআউট পর্বে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। জিরুদ ও এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নেয় তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা ফ্রান্সকে কঠিন পরীক্ষায় ফেলতে ব্যর্থ হয় পোল্যান্ডের ফুটবলাররা।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে চৌয়ামেনির দূরপাল্লার শটে বাধা হয়ে দাঁড়ান পোলিশ গোলরক্ষক সিজনি। ম্যাচের ২৯ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন অলিভিয়ের জিরুদ। বাম পাশ থেকে ডেম্বেলের বাড়ানো বলে উন্মুক্ত গোলপোস্ট পেয়েও গোলমুখে শট মারতে ব্যর্থ হন অলিভিয়ের জিরু।