- সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় শহরে গণ-অবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তবে, পূর্বঘোষিত সময়ে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থানের পরিবর্তে তা শুরু হবে সকাল ১১টায়, আর শেষ হবে বিকেল ৩টায়।