তার আগে দফায় দফায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছে। নেতাকর্মীরা কার্যালয়ের মধ্যে অবস্থান নিয়েছে। ঠিক বিকেল চারটার সময় কার্যালয়ের গেটের বাইরে আসার চেষ্টা করেন নেতাকর্মীরা। তখনই পুলিশ কার্যালয়ের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ শুরু করেন। তারপর নেতাকর্মীরা ভেতর চলে যান।
পুলিশের টিয়ারশেলের আঘাতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত হতে দেখা গেছে। তাদের সহকর্মীরা আহতদের ধরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে।
অপরদিকে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মকবুল হোসেন (৪০) নামে এক জন নিহতের খবর পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের শরীরে শটগানের গুলির আঘাত ছিল। আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’