ঢাকা১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রাবি শিক্ষক ফোরামের বিবৃতি

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে গ্রেফতার এবং গায়েবি মামলা দিয়ে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শুক্রবার সন্ধ্যায় ফোরামের সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ফোরামের শিক্ষকরা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে ভীতু হয়ে সরকার দমন-পীড়ন চালাচ্ছে। হামলা-মামলা দিয়ে সরকার দেশে এক আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিরোধী মত দমনে বিনা উস্কানিতে বিএনপির পার্টি অফিসে হামলা করে ভাঙচুর করা হয়েছে। অসংখ্য নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হয়েছে।

তারা আরো বলেন, গতকাল গভীর রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গভীর রাতে সাজানো মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডাকসুর সাবেক জি এস খায়রুল কবির খোকনসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে তারা ঢাকা বিভাগীয় গণসমাবেশে বাধা প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।