ঢাকা১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে : ওবায়দুল কাদের

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাঁর কাছে খবর আছে যে, বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে। তিনি বলেন, ‘অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে—খবর আছে। আমাদের কাছে খবর আছে—বস্তায় বস্তায় টাকা আসে বিদেশ থেকে, টাকা আসে।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহানগর ছাত্রলীগের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে। ডিসেম্বরে খেলা হবে।’

বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘আপনারা সমাবেশ করবেন সুশৃঙ্খলভাবে, মারামারি নয়। তবে, আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কি না, সেটা সময় বলে দেবে।’

‘গত পরশু বিআরটিসি বাস মতিঝিলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানান দিয়েছে যে, আবার তারা ফিরে আসছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারা দিতে হবে।’

তারেক সিঙ্গাপুরে টাকা পাচার করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে পাচারের বিরুদ্ধে। এখনও যারা পাচার করছে—খবর আছে। যারা পাচার করছেন, শেখ হাসিনা কাউকে ক্ষমা করবেন না।’

কাদের বলেন, ‘এখন ড. কামাল হোসেন মুখ খুলেছেন। তিনি বলেছেন বাইরে যেতে হবে, তাই নাকি সরকার টাকা পাচার করছে। কামাল হোসেন হলেন রহস্যপুরুষ।’

বিএনপির উদ্দেশে কাদের আরও বলেন, ‘আপনাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের পছন্দ নয়। পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে, সেই জায়গা আপনাদের পছন্দ নয়।’

‘পরিবহণ ধর্মঘট হবে না’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশের নামে যদি কোনো বিশৃঙ্খলা করা হয়, কোনো সহিংসতা করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আবু আহম্মদ মোহাম্মদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এবং দক্ষিণের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ।