ঢাকা১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন আ.লীগ নেতারা

জনবার্তা প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২২ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা।

সোমবার (২৮ নভেম্বর) রাতে গুলশানে আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পিটার হাসের সঙ্গে এ বৈঠকে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শাম্মী আহমেদ ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।

বৈঠক শেষে মাহবুব উল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, কুশল বিনিময় ও আলাপচারিতা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। আমেরিকানদের তারা জানাতে পারে যে, এখানে বিনিয়োগ করতে পারে।

তিনি আরও বলেন, জবাবে রাষ্ট্রদূত বলেছে, বিষয়টি জানেন, তবে কিছু সমস্যা আছে। আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতায় যেকোনো কাজ দেরি হয়। তবে আমি বলেছি, সবকিছু ডিজিটালাইজ করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো সমস্যা হবে না।