ঢাকা১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

মেসির ‘প্রিয় কোচ’ ফিরছেন স্প্যানিশ লিগে

স্পোর্টস ডেস্ক
জুন ২৬, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পেপ গার্দিওলা থেকে ডিয়েগো ম্যারাডোনা… লিওনেল মেসির কোচের তালিকায় আছে একগাদা তারকার নামই। তবু মেসির ‘প্রিয়’ হতে পারেননি তাদের কেউ! হয়েছেন তুলনামূলক ‘অখ্যাত’ একজন। তিনি বার্সেলোনার সবশেষ লিগ জয়ী কোচ এর্নেস্তো ভালভার্দে। বার্সার দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি অনেকটা ব্রাত্যই হয়ে গিয়েছিলেন কোচিং থেকে। অবশেষে তিনি সেই স্প্যানিশ লিগেই ফিরছেন, অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ হয়ে। 

গার্দিওলা-ম্যারাডোনারা তো আছেনই, লিওনেল মেসির কোচের তালিকায় আছে ফ্র্যাঙ্ক রাইকার্ড, হোসে প্যাকারম্যান, টিটো ভিলানোভা, লুইস এনরিকে, টাটা মার্টিনো, আলেহান্দ্রো সাবেয়াদের মতো কোচের নাম। তবে মেসির দলের দায়িত্ব হারানোর পর আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী বার্তা পেয়েছিলেন কেবল ভালভার্দেই।

২০২০ সালের ১৩ জানুয়ারি ভালভার্দেকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বার্সেলোনা, টানা দুই মৌসুমে লিগ জেতানোর পরও। এরপর মেসি তার ইনস্টাগ্রামে বাস্ক এই কোচকে বিদায়ী বার্তায় লেখেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, জনাব। আমি নিশ্চিত যে আপনি যেখানেই যাবেন সেখানেই দুর্দান্ত কাজ করবেন কারণ, একজন দুর্দান্ত পেশাদার হওয়ার পাশাপাশি আপনি একজন দুর্দান্ত ব্যক্তিও। শুভকামনা এবং ভালোবাসা রইলো।’

মেসিদের দায়িত্ব ছাড়ার সব রকমের কোচিং থেকে সরেই গিয়েছিলেন তিনি। গুঞ্জন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার, তবে শেষমেশ তা আর বাস্তবে রূপ নেয়নি। অবশেষে মেসির সাবেক কোচ ভালভার্দে ফিরছেন কোচিংয়ে, জানাচ্ছে ইএসপিএন।

গত শুক্রবার রাতে স্পেনের বাস্ক অঞ্চলের দল অ্যাথলেটিক বিলবাওয়ের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ভালভার্দেকে আবারও বিলবাওয়ের কোচ হিসেবে আনার ইশতেহার ঘোষণা করা তরুণ উদ্দোক্তা জন উরিয়ার্তে পেয়েছেন ২২ হাজার ভোটের ৪৬ শতাংশ। যার ফলে অন্য দুই প্রতিদ্বন্দ্বী রিকার্ডো বারাকালা ও ইনাকি আরেচাবালেতাকে হারিয়েছেন সহজেই।

‘ইজান অ্যাথলেটিক’ বা ‘অ্যাথলেটিক হও’ স্লোগানে উরিয়ার্তে তার সভাপতিত্বের মূল অঙ্গীকার হিসেবে রেখেছিলেন ভালভার্দেকে। এর আগে দুইবার ক্লাবটির কোচিং করানো এই কোচকে আবারও বিলবাওয়ের কোচ করে আনবেন বলেছিলেন তিনি। সেই উরিয়ার্তের জয়ের পর এখন ভালভার্দের লা লিগায় ফেরার জোর আলোচনা চলছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে। যদিও ভালভার্দে এই বিষয়ে মুখ খোলেননি এখনো।

২০০৩ থেকে ২০০৫ ও ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্লাবটির কোচিং করিয়েছেন ভালভার্দে। এছাড়াও ভ্যালেন্সিয়া, অলিম্পিয়াকোস, ভিয়ারিয়াল, এস্পানিয়ল আর বার্সেলোনার কোচিং করিয়েছিলেন তিনি।