ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে জিতেও সুয়ারেজদের কান্নার বিদায়

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরুতেই গোল খায় দলটি। প্রথমার্ধে শোধ করে দেয় ওই গোল। ম্যাচের শেষ বাঁশির আগে গোল করে এশিয়ার দলটি ২-১ গোলের জয় তুলে নিয়েছে।

অন্য ম্যাচে ঘানার বিপক্ষে ২-০ গোলে জিতেছে উরুগুয়ে। ম্যাচের শুরুতে ঘানা পেনাল্টি থেকে লিড নেওয়ার সুযোগ পায়। কিন্তু গোল করতে পারেননি দলটির নাম্বার টেন। ওই সুযোগে ম্যাচের প্রথমার্ধ জোড়া গোল করে জয় তুলে নিয়েছে উরুগুয়ে।

দক্ষিণ কোরিয়ার সমান উরুগুয়ে এক ম্যাচে জয় পেয়েছে, একটি ড্র করেছে এবং এক ম্যাচে হারের স্বাদ পেয়েছে। দুই দলের পয়েন্ট সমান চার। এমনকি গোল ব্যবধানও এক হিসেবে সমান। তবু উরুগুয়েকে বিদায় করে দক্ষিণ কোরিয়া চলে গেছে দ্বিতীয় রাউন্ডে।

কারণ ওই গোল ব্যবধান। দক্ষিণ কোরিয়া তিন ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে চারটি। আবার গোল হজমও করেছে চারটি। অন্যদিকে উরুগুয়ে গোল করেছে দুটি এবং গোল খেয়েছে দুটি। গ্রুপ পর্বে উরুগুয়ের চেয়ে দক্ষিণ কোরিয়া বেশি গোল করায় তারা নকআউট পর্বে চলে গেছে। সব ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে এশিয়ার দলটি ব্রাজিলের মুখোমুখি হবে।