ঢাকা২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

‘আইপিএলের অন্যতম সেরা বোলার হবে মুস্তাফিজ’

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৮, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে দ্বিতীয় ম্যাচেও দারুণ খেলেছেন মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচে এখন পর্যন্ত পেয়েছেন ৬ উইকেট। এমন বোলারকে কী আর দল বসিয়ে রাখতে পারে। তারপরও সমমনা বোলারকেও প্রাধান্য দিতে হবে। এ যেন মুধুর সমস্যায় পরেছে চেন্নাই সুপার কিংস। পুরো আসরজুড়ে এভাবে বোলিং করতে থাকলে ‘টুর্নামেন্ট সেরা বোলার’ হয়ে যাবেন মুস্তাফিজ, এমনটাই মনে করছেন মিচেল ম্যাকলেনাহান। অন্যদিকে ডেথ ওভার বিশেষজ্ঞ পাথিরানাও দুর্দান্ত বোলিং করেছেন।

গুজরাট ম্যাচের একাদশ থেকে বাদ পড়া পাথিরানা কার জায়গায় একাদশে ফিরতে পারবেন, এমন প্রশ্নে ইএসপিএন ক্রিকইনফোর অনুষ্ঠানে মিচেল ম্যাকলেনাহান বলেছেন, ‘সে হয়তো ফিরবে। তবে এই মুহূর্তে যে উইকেট দেখছি, তাতে মনে হচ্ছে না সে এখনই ফিরবে। মুস্তাফিজুর শেষ দিকে যে দুটি স্লোয়ার বল করেছে, দুর্দান্ত ছিল। উইকেটেও খুব বেশ সহায়তা ছিল না। পাতিরানাও খুব জোরে বল করেছে আজ ’

আর ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান বলছেন, ‘কোনো না কোনোভাবে চেন্নাইয়ের এমন কম্বিনেশনে খেলা উচিত, যেন দুজনেই খেলতে পারে। যদি দু’জন না খেলে তাহলে ডেথ ওভারে একজন ভালো করবে, অন্য প্রান্ত থেকে একজনকে মিস করতে হবে। যদি মুস্তাফিজ বা পাতিরানার মধ্যে যেকোনো একজনকে খেলানো হয়, তাহলে শেষে তুষার দেশপান্ডেকে খেলাতে হবে, যার ইকেনমি ১০ এর বেশি বা কাছাকাছি।’

মিচেল ম্যাকলেনাহাম তিনি বলেন, ‘উইকেটের যে ধরন দেখছি তাতে থিকসানার একাদশে ফেরা কঠিন। মুস্তাফিজ ইনিংসের শেষ দিকে যে কয়েকটি স্লোয়ার করেছে তা দেখে মনে হয়েছে সে খুব ভালো ছন্দে আছে। উইকেট থেকেও সে বেশ সহায়তা পাচ্ছিল, যদি এভাবেই চলতে থাকে তাহলে সে টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার হবে।’

এদিকে সানরাইজার্স হায়দরাবাদের সাবেক কোচ মুডিও মনে করছেন একাদশে এই দুই পেসারই থাকবেন, ‘তিকশানা আবার দলে ফিরবে, তবে মনে হয় না সেটা দুই পেসারের কারও পরিবর্তে। তারা ভারতের ব্যাটিংয়ের ওপর নির্ভর করে। এমএস, জাদেজা তো উইকেটে সময়ই পাচ্ছে না। এটি নিশ্চিতভাবেই তাদের বোলিংকে সত্যিকারের হুমকিতে পরিণত করবে।’