ঢাকা৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থী‌দের হল ত‌্যা‌গের নি‌র্দেশ

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৭, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রেরিত ১৬ জুলাই ২০২৪ তারিখের ৩৭.০১.০০০০.০৩১.৯৯.০০৪.২১.৩১৭ স্মারকের পত্র এবং ২২৮ তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত সকল ছাত্রদের আজ বুধবার বিকাল ৫টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’