ঢাকা৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

ছেঁড়া টাকা না নেওয়ায় ছুরিকাঘাতে বাবা সঙ্কটাপন্ন, ছেলে নিহত

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৪, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের তারাকান্দায় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকানি ও তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় ছেলে মো. ইকবাল নিহত হয়েছেন। বাবা মো. সাদেক মুন্সিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাজিয়াল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল ও তার বাবা সাদেক মুন্সি বানিহালা ইউনিয়নের দিঘারকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মাজিয়াল বাজারের ব্যবসায়ী।

তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সাদেক মুন্সি তার ছেলে ইকবালকে নিয়ে সন্ধ্যার পর দোকানে ছিলেন। রাত ৮টার দিকে দোকানে সিগারেট কিনতে যান একই গ্রামের ফারুক মিয়া। সিগারেট কিনে তিনি একটি ১০ টাকার ছেঁড়া নোট দেন। ইকবাল নোটটি বদলে দিতে বললে ফারুক ক্ষিপ্ত হয়ে ওঠেন। দু’জনের বাগবিতণ্ডা হলে ফারুক তার ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে আনেন।

পরে কথাকাটাকাটির একপর্যায়ে পারভেজ ছুরি দিয়ে ইকবালকে এলোপাথাড়ি আঘাত করে। এ সময় ইকবালের বাবা সাদেক মুন্সিকেও ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথেই ইকবাল মারা যান। গুরুতর আহত সাদেক মুন্সিকে ময়মনসিংহ থেকে রাত ১০টায় ঢাকায় পাঠানো হয়।

ওসি মো. ওয়াজেদ আলী বলেন, রাত ৮টার দিকে দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া টাকা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে বাবা-ছেলেকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত বাবা-ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইকবাল মারা যায়। সাদেক মুন্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফারুক মিয়া ও পারভেজ মিয়াকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।