ঢাকা৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে জিলহজ, ১৪৪৫ হিজরি ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

মোস্তাফিজ-হৃদয়দের ব্যর্থতার দিনে হারল ডাম্বুলা

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পরই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন মোস্তাফিজুর রহমান-তাওহীদ হৃদয়। দুজনই এবার খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতকাল ক্যান্ডি ফ্যালকনসের মাঠে নেমেছিল ডাম্বুলা, এদিন দলে ছিলেন হৃদয়-মোস্তাফিজ দুজনই। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে হৃদয়, বল হাতে বিবর্ণ ছিলেন মোস্তাফিজ। দুই টাইগার ক্রিকেটারের ব্যর্থতার দিনে হেরে আসর শুরু করেছে ডাম্বুলা।

ডাম্বুলার বিপক্ষে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যান্ডি। আগে ব্যাট করতে নেমে শুরটা ভালো হয়নি ডাম্বুলার। দলীয় ১৩ রানেই বিদায় নেন ওপেনার ডানুস্কা গুণাতালিকা। এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় দলটি, ১৮ রানে ৩ উইকেট হারানোর পর এলপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নামেন হৃদয়।

তবে হৃদয়ও এদিন ব্যাট হাতে ব্যর্থই হয়েছেন। ২ বল খেলে ১ রান করে দাশুন শানাকার বলে লেগ বিফোর উইকেট হিয়ে আউট হয়েছেন তিনি। এদিকে দ্রুত ৪ উইকেট হারালেও এদিন ১৭৯ রানের বড় সংগ্রহ পেয়েছিল ডাম্বুলা। দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মার্ক চাপম্যান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন চামিন্দু বিক্রমাসিংহে, করেছেন ৪২ বলে ৬২ রান।

এদিকে ডাম্বুলার দেয়া ১৮০ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই পেরিয়ে যায় ক্যান্ডি। দলকে জেতানোর পথে দীনেশ চান্ডিমাল করেছেন ৪০ বলে ৬৫ রান। এছাড়াও ২০ বলে ২৭ রান করেছেন কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস করেছেন ২০ বলে ৩৭ রান। আর ১৫ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন শাঙ্কা। ৩ চার ৫ ছয়ে সাজানো তাঁর এই ইনিংসের সুবাদেই ১৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ক্যান্ডি।

ডাম্বুলার হয়ে এদিন বল হাতে একটি উইকেট পেয়েছেন মোস্তাফিজ। তবে ক্যান্ডির বিপক্ষে ম্যাচটিতে বেশ খরুচেই ছিলেন তিনি, ৩ ওভার বল করে দিয়েছেন ৪৪ রান।