ঢাকা২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে নাশকতা মামলায় বিএনপি’র ৮৩ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট

জনবার্তা প্রতিবেদন
মে ৭, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরে নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি’র ৮৩ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে সোমবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাইমুন হোসাইন।
অভিযুক্তরা হলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক উপ-শহর ডি-ব্লকের মিজানুর রহমান, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলার মধু গ্রামের রুহিন হোসেন, ঘুরুলিয়া গ্রামের কুদ্দস হোসেন, বানিয়ারগাতি গ্রামের শফিয়ার রহমান, শেখহাটির বদিউজ্জামান, তরফ নওয়াপাড়ার আকরাম হোসেন, কিসমত নওয়াপাড়ার আনোয়ার হোসেন লাল্টু, রাজু আহম্মেদ, শেখহাটির আসাদুল ইসলাম ঝন্টু, বেনজির, আশরাফুল আলম সেলিম, ইকবাল, আরাফাত, কামরুল হাসান শিমুল, আলাউদ্দিন, আলতাফ হোসেন, তালবাড়িয়ার কবির হোসেন, বাহারুল ইসলাম, পাঁচবাড়িয়ার মশিয়ার রহমান বাবলু, শামীম, তালবাড়িয়া চিনেডাঙ্গা পাড়ার শামীম, ঘুরুলিয়ার আক্কাস, আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আড়পাড়ার আমিনুর রহমান মধু, ইকলাস, রাসেদুজ্জামান, ফারুক, বড় গোপালপুর গ্রামের মিজানুর রহমান, মধু গ্রামের মাহবুবুর রহমান, ছোট বালিয়াডাঙ্গার তোফাজ্জেল হোসেন, বাহাদুরপুরের রুহুল, বড় গোপালপুর গ্রামের কামরুল, সাইফুল ইসলাম, আলমনগর গ্রামের আশরাফুজ্জামান মিঠু, শহরের ষষ্টিতলাপাড়া রেলগেট মুজিব সড়কের আব্দুর রাজ্জাক সরদার, কবচর হুশতলার আব্দুর রউফ, নীলগঞ্জ তাতীপাড়ার শেখ ফেরদৌস ওয়াহিদ লিটন, শহরতলীর শেখহাটি এলাকার মোস্তাফিজুর রহমান কবির, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের আব্দুল হামিদ, শহরের শংকরপুর ইসহাক সড়কের আশরাফুল ইসলাম আশরাফ, কিসমত নওয়াপাড়ার সিরাজ, সমসপুর গ্রামের শান্টু, রুহুল কুদ্দুস, শাহাবুদ্দিন, মুকুল, শহরের পুরাতন কসবা পাওয়ার হাউজপাড়ার নূর আলম, তার ভাই আরিফ, ইছালী পাঁচবাড়িয়ার বজলুর রশিদ, শহরের বারান্দীপাড়ার হোসাইন, শেখহাটি মসজিদ গলির তরিকুল ইসলাম শাহিন, শহরের শংকরপুর ইসহাক সড়কের মতিয়ার রহমান, সতিঘাটা কামালপুরের ইব্রাহিম হোসেন, মধুগ্রামের আব্দুল আলী, শহরের ঘোপ বেলতলার আশেক আলী, রাজাপুরের সবদুল হোসেন, জয়ন্তার আব্দুল মজিদ, তেরোল গ্রামের রুবেল হোসেন, বাউলিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, চাউলিয়ার আব্দুর রহমান, ওসমানপুরের হারুন অর রশীদ, শহরের বারান্দীপাড়া কদমতলার নুর ইসলাম বুল­া, বসুন্দিয়ার রেজাউল ইসলাম, বানিয়ারগাতির সাজ্জাদ, চৌগাছার তারানিবাসের মতিন, শহরের বারান্দী মোল্যাপাড়ার শুকুর আলী, বকচর হুশতলার নয়ন, বসুন্দিয়ার কারুজ্জামান, ইছালীর কামরুজ্জামান, ভাতুড়িয়ার ইকরামুল কবির, গোবরা এনায়েতপুরের দাউদ হোসেন, ছাতিয়ানতলার তারিকুজ্জামান, চাউলিয়ার মিকাইল হোসেন, শাখারিগাতির রবিউল ইসলাম, শহরের বারান্দীপাড়া ফুলতলার শরীফ ও বেজপাড়া চোপদার পাড়ার হাসানুজ্জামান হানিফ।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্র“য়ারি বিকেলে তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ জানতে পারে বেগম খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন পদযাত্রার নামে কিসমত নওয়াপাড়া মোড়ে বিএনপি নেতা-কর্মীরা লাঠিসোটা, ইটপাটকেল, লোহার রড, বোমা নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ৫ জনকে আটক করে। উদ্ধার করা হয় চারটি ককটেল, বাঁশের লাঠি, লোহার রড। এ ঘটনায় নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে কোতোয়ালি থানায় ৫০ জনের নাম উলে­খ করে মামলা করেন এসআই একরামুল হুদা। দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই আসামিদের অভিযুক্ত করে আদালতে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে পৃথক চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত চারজনকে পলাতক দেখানো হয়েছে।