ঢাকা৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাসের কারাদণ্ড

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১১, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

বেআইনি সমাবেশ করে ক্ষতিসাধনের দায়ে রাজধানীর গুলশান থানার মামলায় যুবদলের ছয় নেতাকর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন- নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম ও ওয়াসিম চৌধুরী।

ক্ষতিসাধনের দায়ে তাদের দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নং রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করেন। পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় ওইদিনই গুলশান থানার সাব-ইন্সপেক্টর নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ একই থানার সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।