ঢাকা৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

রামাপালে বেপরোয়া ট্রাক চাপায় প্রাণ গেল ৩ জনের

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৭, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকচাপায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক মো. সাফায়েত হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ।

আটক সাফায়েত যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে।

নিহতরা হলেন রামপাল উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক মো. মনি হোসেন, একই উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. রেজ্জাক মোড়লের ছেলে মো. সাইদ মোড়ল এবং ঝনঝনিয়া গ্রামের ইকলাচ মোড়লের ছেলে মো. আজাদ।

বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক বাবুল আক্তার ও রামপাল থানার ওসি সোমেন দাস দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সোমেন দাস জানান, ট্রাকের সঙ্গে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল নিহত হন। আহত হন ভ্যানচালকসহ যানটির আরেক যাত্রী। তাদের উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ট্রাকটির চালক ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।