ঢাকা৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে জিলহজ, ১৪৪৫ হিজরি ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

সম্মানির টাকা নিয়ে প্রতারণা, সতর্ক থাকার পরামর্শ ইউজিসির

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৪, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের সম্মানি দ্রুত ছাড়ের বিষয়ে কমিশনের মিথ্যা পরিচয় দিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক গবেষক। এটি সংঘবদ্ধ কোনো প্রতারক চক্রের কাজ বলে মনে করে কমিশন। বিষয়টি ইউজিসি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য, ফেলোদের সম্মানি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে ইউজিসি প্রেরণ করে থাকে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ফেলোদের অনুকূলে অফিস আদেশ জারির পর বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলোগণ অর্থ উত্তোলন করে থাকেন। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছে ইউজিসি।