ঢাকা১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

সারা রাত এসি চালালেও বিদ্যুৎ বিল আসবে সামান্য, মানলে এসব ট্রিকস

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৬, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গ্রীষ্মকাল শুরু না হলে দেশজুড়ে প্রচন্ড তাপদাহ। গরমের হাত থেকে রেহাই পেতে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের জুড়ি নেই। কিন্তু এই যন্ত্র দীর্ঘক্ষণ চালালে বাড়ে বিদ্যুৎ বিল। এই ভয়ে অনেকেই এসি চালাতেও দ্বিধায় থাকেন। কিন্তু আপনি চাইলেই বিল নিয়ন্ত্রণে রাখতে পারেন। সব সময় যে এসি চালালেই বিল বেশি আসবে, তেমন কোনও কথা নেই। আপনাকে এক কিছু কৌশল জানানো হবে, যাতে এসি চললেই ইলেকট্রিক বিল আসবে অনেক কম।

কীভাবে এসি চালিয়েও বিদ্যুতের বিল কম রাখতে পারেন? তার জন্য কতগুলো বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। এখানে রইল সেই সব টিপস।

যতই গরম লাগুক প্রচণ্ড কম তাপমাত্রায় এসি রাখবেন না। এতে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসবে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা খুব কমিয়ে দিলে বিল বেশিই আসবে।

তাই তাপমাত্রা খুব বেশি কমিয়ে ফেলবেন না। ২৬-২৭ ডিগ্রিতে রেখে এসি চালান। এতে কম্প্রেসরে কম চাপ পড়বে। সাশ্রয় সবে বিদ্যুৎ বিলে।

অনেকে এসি আর ফ্যান একসঙ্গে চালান। এমনটা করবেন না। এসিকে একটু সময় দেবেন ঘর ঠান্ডা হওয়ার। অযথা ফ্যান চালিয়ে রাখবেন না।

এয়ার কন্ডিশনারকে ২৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেওয়া হয়। তাই প্রথমে এসি চালানোর সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করবেন না। এমন একটি তাপমাত্রায় সেট করুন, যাতে ধীরে ধীরে ঘরের তাপমাত্রা কমতে থাকে।

এয়ার কন্ডিশনারটির তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে সেট করুন। এর সুবিধা হল ১০ মিনিটের ব্যবধানে ঘরের তাপমাত্রা যেমন কমে যায়, তেমনি বিদ্যুৎ খরচও কমে।