ঢাকা১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

কোস্টারিকার বিপক্ষে শক্তিশালি একাদশ স্পেনের

স্পোর্টস ডেক্স
নভেম্বর ২৩, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর দুই দল স্পেন-কোস্টারিকা জয়ের প্রত্যাশা নিয়েই আজ মাঠে নামছে। বুধবার (২৩ নভেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে তারা।

২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন চলতি বিশ্বকাপে বেশ তারুণ্য নির্ভর এক দল গড়েছে। লুইস এনরিকের শিষ্যরা দারুণ ছন্দেও রয়েছে। সেই দলটাকে নিয়ে শেষ সময়ের ছক কষছেন স্প্যানিশ এই কোচ। তবে বিশ্বকাপের শেষ দুটি আসর স্পেনের জন্য ছিল দুঃস্বপ্নের মতোই।

স্পেনের নতুন প্রজন্মের বিপক্ষে প্রথম পরীক্ষা হতে যাচ্ছে কোস্টারিকার। এই দলের খেলোয়াড়দের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। ইতোমধ্যেই পঞ্চমবার বিশ্বমঞ্চে খেলেছে তারা। সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। ৮ বছর আগে ব্রাজিল বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল তারা। সেই বিশ্বকাপের ছয়জন খেলোয়াড় রয়েছেন এবারের দলে। যাদের সবার বয়স এখন ৩০ বা তারও বেশি। ফলে বেশ উত্তেজনাপূর্ণ খেলা হবে এবার।

কোস্টারিকার শুরুর একাদশ (৫-৪-১): কাইলর নাভাস; কার্লোস মার্টিনেজ, ফ্রান্সিসকো ক্যালভো, অস্কার ডুয়ার্তে, কিশার ফুলার, ব্রায়ান ওভিডো; জোয়েল ক্যাম্পবেল, ইয়েলৎসিন তেজেদা, সেলসো বোর্হেস, জেউইসন বেনেট, অ্যান্টনি কনটেরাস।

স্পেনের শুরুর একাদশ (৪-৩-৩): উনাই সিমোন, সেজ়ার অ্যাজ়পিলিকুয়েতা, আয়মেরিক লাপোর্তে, রদ্রিগো, জর্ডি আলবা, পেদ্রি, গাভি, সের্জিয়ো বুসকেৎস, ফেরান তোরেস, দানি ওলমো ও মার্কো আসেনসিয়ো।