ঢাকা২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

স্পেন-মরক্কো ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য

জনবার্তা প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ছোট পাসে ‘তুকতাক’ খেলবে স্পেন। ওটা জেনেই মরক্কোর কোচ কৌশল সাজিয়েছেন। স্পেন পায়ে বল রাখবে রাখুক। তারা বিপদসীমায় আসার আগে বল কাড়তে যাবে না। বরং সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করবে।

ওই কৌশলে মরক্কোই যেন ম্যাচের নির্ধারিত সময়ে সেরা দল। স্পেন নিজেদের অর্ধে পাসের পর পাস খেলেছে। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ছয়টি আক্রমণ তারা তুলেছে। কিন্তু গোল হওয়ার মতো শট ছিল মাত্র একটি।

অথচ ম্যাচের ৯০ মিনিটে লুইস এনরিকের দল ৭৪৬টি পাস খেলেছে। আশরাফ হাকিমি-হাকিম জায়েখরা ঠিক মতো কৌশল মেনে স্পেনের পোস্ট লক্ষ্য করেই বরং তিনটি ভালো শট নিয়েছে। মাত্র ২৫ শতাংশ বল পায়ে রেখে মাত্র ২৫১টি পাস খেলেও তায় মরক্কো ম্যাচের সেরা দল।